অপরিমেয় বন্ধন

পরচর্চা

by admin on | 2023-04-26 16:49:24

Share: Facebook | Whatsapp | Visits: 472


পরচর্চা



রোদ চশমা চোখে দিয়ে মশাই

শুধু পরের দোষই খোঁজে,

নেইকো মোটেই লাজ লজ্জা 

পরনিন্দা তোমার সর্ব কাজে।।


হীণ মনেতে, বেশি ধনেতে 

গর্ব সদাই ‌কেন তোমার তাতে?

দৈন‌্য বেসে অকপটে বলো 

পরনিন্দা নেই তোমার ধাতে।।


লাভ কি বলো করে কলরব 

নিন্দুকের মান অতি জঘন‌্য,

সময় থাকতে পাল্টাও নিজেকে 

পরনিন্দা করো পাপগণ‌্য।।


পরনিন্দা-পরচর্চা অঙ্গারসম 

সমাজের কঠিন এক ব‌্যাধি,

কঠিন ফাঁদে সহসা পড়বে  

বিরত না হও এখনও যদি।।


যতই তুমি পরচর্চা করো, 

ভেতর থেকে ততই হবে নষ্ট,

পরনিন্দা দেয়না কখনো মুক্তি, 

আঁকড়ে ধরে বাড়ায় অন্ত কষ্ট।।


গরলচিত্তে মহত্ত্বকে পদে পদে 

কেন মাড়িয়ে চলো নিন্দার কাঁটা?

পরচর্চা অবিরত সহচর হয়ে, 

জীবন তোমার করছে সাদামাটা।।



Leave a Comment

©2024. | Designed and Developed By: OSSL | All rights reserved. 2025 | Admin-Panal