by admin on | 2023-04-26 16:42:07
Share: Facebook | Whatsapp | Visits: 333
যেদিন অন্ধকারে রশ্মিছটা অসিমের বাতায়ন তলে
প্রদীপ শিখার মত কমলা রঙে নিভুনিভু করিয়া জ্বলে,
যখন খুলিবে নীরবের দ্বার বীণার তারে সুর তুলে
সেদিন সেই শতদলে গন্ধ ছড়াবো আমি সব কষ্ট ভুলে।
যেদিন নিঃশব্দ সংকেতে প্রাণে জাগিবে তীব্র উদ্দেশ
সাগর সঙ্গমে মহিসোপানে থাকিবেনা মধুরিমার রেশ,
যখন সুন্দরের শেষ অর্চ্চনা ধীরে ধীবে হইবে নিঃশেষ
সেদিন মানস সরসে মনের হরষে গাইব গান অবশেষ।
যেদিন গোলাপের স্বপ্ন বেদনা বিবশে ঝরিবে মুকুলে
আতরের সুরভী-মধুর সুগন্ধ ছড়াবেনা একরাশ চুলে,
যখন কবিতা-বিহগী মন বাতায়নে জাগিবেনা দুলে
সেদিন আবার আসিবো ফিরে দখিনা বাতায়ন খুলে।
©2024. | Designed and Developed By: OSSL | All rights reserved. 2025 | Admin-Panal